শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০৭ মে ২০২৪ ১৯ : ২৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম নির্দেশে খুশি তৃণমূল নেত্রী। গোপন করেননি তাঁর এই খুশির খবর। মঙ্গলবার আদালতের নির্দেশ ঘোষণার পর নিজের এক্স হ্যান্ডেল-এ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি জানিয়েছেন, "সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত। সমগ্র শিক্ষক সমাজকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা।"
নেত্রীর পাশাপাশি সুপ্রিম কোর্টের রায় নিয়ে এদিন বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক ব্যানার্জিও। তাঁর এক্স হ্যান্ডেল-এ তিনি জানিয়েছেন, বাংলাকে কালিমালিপ্ত করতে এবং রাজ্য সরকারকে বেকায়দায় ফেলতে গত সপ্তাহে বিজেপি যে বোমা নিক্ষেপ করেছিল তা নিষ্ক্রিয় করে দিয়েছে দিয়েছে সুপ্রিম কোর্ট।
আগামী ১৬ জুলাই পর্যন্ত যোগ্য অযোগ্য সবার চাকরি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ওইদিন এই মামলার ফের শুনানি হবে। মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি প্রাপকদের টাকা ফেরতের ওপর স্থগিতাদেশ দেওয়া ছাড়াও আদালত নির্দেশ দিয়েছে অতিরিক্ত শূন্যপদ সৃষ্টিকর্তাদের ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তা বহাল থাকবে।